উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

 

সময়ের চিত্র প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আজ (বুধবার, ১৫ অক্টোবর) অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে আরও নির্ধারিত হয় যে, আগামী শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক আহ্বান করা হয়েছে। কমিশনের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার নির্ধারিত সময়েই সনদ স্বাক্ষর সম্পন্ন হবে, তবে আজকের বৈঠকে দলগুলোর চূড়ান্ত অবস্থান জানা যাবে।

 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়েছে।

 

প্রেস উইং আরও জানায়, আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজে উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশ নেবেন।

এই বিভাগের আরো খবর