বিসিবি’র সহসভাপতি নির্বাচিত হলেন ভোলার কৃতি সন্তান সাখাওয়াত হোসেন

মোঃ জহিরুল হক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের ভোটে সহসভাপতি -১ হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলার মনপুরার কৃতি সন্তান সাখাওয়াত হোসেন ।এর পূর্বে তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এর আগে তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোলার এ গর্বিত সন্তান সাখাওয়াত একজন স্বনামধন্য পর্যটন খাত বিশেষজ্ঞ এবং দেশের ক্রীড়া ও পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সাখাওত হোসেন

ভোলার মনপুরার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা শিক্ষক মোঃ শাহজাহান মাস্টারের জ্যেষ্ঠ পুত্র। মনপুরা সদরের হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় যান।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একই বিভাগে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও পাঠদান করেছেন।

বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় হোটেল সমূহ — দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা: আ প্রিমিয়াম রেসিডেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের আতিথেয়তা শিল্পে তার অসাধারণ অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তিনি অর্জন করেছেন ‘বেস্ট হসপিটালিটি আইকন’ খেতাব।

এর আগে ভোলার কৃতি সন্তান পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার যেমন—

এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১, ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া ২০২৪,হোটেলিয়ার অব দ্য ইয়ার ২০২৪, হসপিটালিটি প্রফেশনাল অব বাংলাদেশ ২০২৪,বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ ।

ভোলার মনপুরার মতো দূরবর্তী দ্বীপ থেকে এসে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হোটেল ও ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে পরিচিত করিয়ে দিয়েছেন তিনি। এই কৃতি সন্তানের জন্য আজ বাংলাদেশ সহ ভোলাবাসী গর্বিত । ভোলার এই কৃতি সন্তান সাখাওয়াত হোসেনকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে ভোলাবাসী।ভোলাবাসীর প্রত্যাশা সাখাওত হোসেন তার মেধা দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিশাল ভূমিকা রাখবে এবং নদীমাতৃক এ ভোলাকে পর্যটনশিল্পের আওতায় এনে সারা বিশ্বের কাছে পরিচয়ের মাধ্যমে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে ।

 

এই বিভাগের আরো খবর