হৃদয় হোসাইন,পাবনা:
পাবনা জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের বিরুদ্ধে দুর্নীতি,অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে। অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পাবনা জেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবি করেন। এসময় বক্তারা অভিযোগ করে বলেন,জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার দানকৃত জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও ঘুষের প্রস্তাব দেন এবং নানা ভাবে হয়রানি করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা,রাজনৈতিক পক্ষপাতিত্বসহ একাধিক অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী,তিনি মাসে মাত্র চার থেকে পাঁচ দিন অফিসে উপস্থিত থাকেন,বাকি দিনগুলো তিনি অনুপস্থিত থাকেন। একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন এবং একটি টয়োটা প্রিমিও গাড়িরও ব্যবহার রয়েছে তাদের পরিবারের। একজন ব্যবসায়ীর অভিযোগ,জমি রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় মোটা অঙ্কের ঘুষ দাবি করেন দীপক কুমার সরকার। পরবর্তীতে ওই ব্যবসায়ী আইনি ব্যবস্থা নিলেও একপর্যায়ে আপস হয় বলে জানা যায়। এছাড়া অতীতে জাতীয় একটি দৈনিকে তাঁর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশিত হয়। এছাড়া,সারা দেশের নকলনবিশদের চলমান আন্দোলনে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। মানববন্ধনের পরে ভুক্তভোগীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক অফিসের সামনে বিক্ষোভ করেন। এরপর তারা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। এ বিষয়ে জানতে জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।