ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে ১০০ কিমি পাকা ক্ষতিগ্রস্ত
২ হাজার পরিবার গৃহহীন
শিপু ফরাজী, চরফ্যাশন ।।
ঘূর্ণিঝড় ‘শক্তি”র ছোবলে চরফ্যাশনের ২ হাজার পরিবার গৃহহীন হয়ে পরেছে। এসব পরিবারগুলো এখন আত্মীয়স্বজন আর পাড়াপ্রতিবেশীর বাড়িতে আশ্রিত আছেন । চরফ্যাশন উপজেলার উপক‚লীয় ইউনিয়ন ঢালচর, চরকুকরি, তেতুলিয়ার পাড়ের মজিব নগরের সিকদারে চরসহ ১০ ইউনিয়রনের মানুষেরা। পানির টানে মূল ভূখন্ডের উপক‚লীয় তিনটি এলাকা ঢালচর, চরকুকরি পাতিলা গ্রাম, তেতুলিয়ার পাড়ের মজিব নগরের সিকদারের চর বেড়িবাঁধে না থাকায় পানি ঢুকে গ্রাম গুলিতে এখনো দিবারাত্রীর জোয়ারে প্লাবিত হচ্ছে।তৈরি হয়েছে নানা ধরনের সংকট । ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান মান্ত্রনালয় থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৮ মেট্রিকটন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। যদিও দূর্গত পরিবারগুলো মধ্যে এই চাউল বিতরণ শুরু করা সম্ভব হয়নি ।
জানাযায়, ঘূর্ণিঝড় ‘শক্তি”র তান্ডবে উপজেলা সাগর মোহনার চরমানিকা, ঢালচর, কুকরী এবং মুজিব নগর ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী। উপজেলা ত্রান অফিস থেকে জানান হয়েছে, উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৭ হাজার ঘর ধ্বসে পরেছে। গৃহহীন এসব পরিবারগুলোর অবস্থান সাগর মোহনার চরমানিকা,ঢালচর, কুকরী এবং মুজিব নগর ইউনিয়নে। এসব এলাকার ২২শ’৭টি পুকুর ও ৮৮৬ মাছের ঘের ভেসে গেছে। ভেসে গেছে ৫০কিমি কাঁচা পাকা রাস্তা। সাগর মোহনার এই তিনটি ইউনিয়নের পাশাপাশি মূল ভূখন্ডের চরমানিকা, নজরুল নগর, আছলামপুর চরকলমী ইউনিয়নের(বেড়ী বাধের বাহিরের) ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ এখনো জোয়ারের পানিতে দিবারাত্রি প্লাবিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, শক্তির আঘাতে : কুকরীর চর পাতিলায় ৪ শ পরিবার, ঢালচর ইউনিয়ে ১ হাজার পরিবার ও মুজিবনগরের চর শিকদারে ৩শ পরিবার পানিবন্দি। ৭০-৮০ পরিবারের ঘর সম্পূর্ণ বিনষ্ট এবং ৬-৭শ গবাদি পশুর ক্ষতি হয়েছে। সরকারি ভাবে ৪ শ পবিবারকে আজকেই আমরা ত্রান দেবো। তাতে ৩০ কেজি চাল ও ডাল-আলু-তেল-চিড়াসহ শুকনো খাবার প্যাকেট থাকবে। তার মধ্যে ঢালচরে ২শ পেকেট শুকনো খাবার আর ক্ষতিগ্রস্তদের জন্য ৩ টন চাউল ।মুজিবনগরে ২ টন চাউল ১শত পেকেট শুকনো খাবার এবং কুকরীতে ৩ টন চাউল ১শপেকেট শুকনো খাবার দেয়া হয়েছে। আমাদের ত্রাণ কার্যক্রম দুর্গত এলাকায় পৌছাতে হয়তো একটু সময় নেবে। স্থানীয়ভাবে সবাইকে সাহস রাখার আহŸান জানাচ্ছি। ও সহযোগিতা কামনা করছি যাতে দুর্যোগ মোকাবেলা করতে পারি এই হলো প্রাথমিক সমিক্ষা তবে বিভিন্ন দপ্তরের তালিকাএখেনো পাইনি, হাতে পেলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানান হয়েছে ‘ শক্তির’র আঘাতে তান্ডবে চরফ্যাশনের ৫শত মিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে হাজারী গন্জ ইউনিয়নের খেজুর গাছিয়া বেড়িবাঁধ রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে সৃষ্ট জোয়ারের পানির টানে চরফ্যাশনের বেতুয়া পাড়ের প্রশান্তি পার্ক ক্ষতিগ্রস্ত ।