নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ৫ দিন ব্যাপী ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সোমবার (২৬ মে) সম্পন্ন হয়েছে। গত ২২ মে এ কোর্স শুরু হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীতে ঢাকার দারুস সালাম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ কাউসার আহাম্মদ।
বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মারুফ নাওয়াজ, প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ আবু সাদেক। অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষণার্থী ফারহানাজ বন্যা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী কানিজ ফাতেমা ও শিমুল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বিভিন্ন অপতথ্য ও গুজব সমাজে ছড়িয়ে পড়েছে। সমাজের স্বস্তি ফিরিয়ে আনতে প্রয়োজন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে এই অপতথ্য রুখে দেয়া।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ কাউসার আহাম্মদ।