ইউনূসকে জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধের আহ্বান এনসিপি

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শনিবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইউনূসকে জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান এনসিপি।

বৈঠক শেষে রাত ১০টা ১০ মিনিটের দিকে ব্রিফিংয়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এদিন রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত বছর ৫ অগাস্ট সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার তিন দিন পর ৮ অগাস্ট নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

এই বিভাগের আরো খবর