নানীর লাশ আনার পথে প্রাণ গেলো নাতির

দিনাজপুর প্রতিনিধি:

 

ঢাকা থেকে নানীর লাশ দিনাজপুরে আনার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে হৃদয় মাহিন আলভি (২২) নামে এক যুবকের। এসময় গুরুতর আহত হয়েছে লাশবাহী এ্যাম্বুলেন্সের চালক মিঠুন।

 

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরহাজানপুর মসজিদ সংলগ্ন এলাকায়।

নিহত হৃদয় মাহিন আলভী দিনাজপুর শহরের দক্ষিন বালুবাড়ী এলাকার মোকতাদুর রহমানের ছেলে। আহত চালক মিঠুন বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে মারা যায় আলভীর নানী মালেকা বেগম। মালেকা বেগমের বাড়ী দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায়।

 

মালেকা বেগমের লাশ ঢাকা থেকে লাশবাহী এ্যাম্বুলেন্সে দিনাজপুরে আনছিলো নাতি হৃদয় মাহিন আলভী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় লাশবাহী এ্যাম্বুলেন্সটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদের কাছে আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে লাশবাহী এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় এ্যাম্বুলেন্সের সামনে বসে থাকা নাতি হৃদয় মাহিন আলভী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয় চালক মিঠুন।

 

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং গুরুতর আহত চালক মিঠুনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণকরা হয়েছে।

এই বিভাগের আরো খবর