বোরহানউদ্দিনে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

নিজের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মো. হেজু (৩৫) নামের এক যুবক মারা গেছে। বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে। নিহত হেজু ওই ওয়ার্ডের মৃত আ: মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হেজু নিজ গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, গাছ কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত সে হয়ে মারা যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটির ময়না তদন্ত করা হয়নি।

এই বিভাগের আরো খবর