১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুনের তীব্রতা কমে আসে বলে নিশ্চিত করেন কর্তব্যরত কর্মকর্তা মো. জাকির।

 

তিনি জানান, আগুন এখন নিয়ন্ত্রণে হলেও পুরোপুরি নিভিয়ে ফেলার কাজ এখনও চলছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে টানা কাজ করছে। আগুনে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ সম্ভব হয়নি।

 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বেপজা ও ফায়ার সার্ভিস আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বেপজার পাঁচ সদস্যের কমিটি সাত দিনের মধ্যে এবং ফায়ার সার্ভিসের কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামঘরে আগুনের সূত্রপাত হয়। সাততলা ভবনের সর্বোচ্চ তলায় থাকা গুদাম থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। অ্যাডামস কারখানায় তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেলে সার্জিক্যাল গাউন তৈরি হতো।

 

রাতভর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালায়, এ সময় ভবনের ভেতরে একাধিকবার ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই বিভাগের আরো খবর