সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর সকাল ১১টা ৫৬ মিনিটে প্রথম দফায় পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শিয়ালবাড়ির দুটি ভবনে একসঙ্গে আগুন লাগে—এর একটি গার্মেন্টস কারখানা, অপরটি কেমিক্যালের গুদাম। সাততলা পোশাক কারখানার চতুর্থ তলায় আগুন লাগে, যা এখন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন নেভাতে এখনো কাজ চলছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারসহ চারজন নিহত হন।