পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলা, নিহত ১২

সময়ের চিত্র ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ঈসমাইল খানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্যসহ মোট ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সন্ত্রাসীও রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

 

স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর একদল সশস্ত্র হামলাকারী প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন পুলিশ সদস্য প্রাণ হারান। পরে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা অভিযান চালিয়ে সব হামলাকারীকে নিস্ক্রিয় করে।

 

উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেন, “সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালালেও নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা জবাব দিয়েছে। সকল হামলাকারীকে হত্যা করা হয়েছে।”

 

ঘটনায় আরও অন্তত ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “আমাদের সাহসী পুলিশ সদস্যরা নিজের জীবন উৎসর্গ করে ভয়াবহ হামলাটি প্রতিহত করেছেন। তাদের ত্যাগ জাতি কখনো ভুলবে না।”

 

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর