নাটোরে মৃতকে গোসল করার সময় নড়ে উঠলেন
অমর ডি কস্তা, নাটোর:
নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ও চাঞ্চল্যকর ঘটনা।
সোমবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে জামালউদ্দিন (৭০) নামের এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার, স্বজন ও এলাকাবাসী মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়ে। ইসলামি রীতি অনুযায়ী দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ গোসল করানোর সময় আকস্মিক ওই ব্যক্তি নড়ে উঠেন এবং হাত ও পা মৃদু নাড়িয়ে জীবিত আছেন তা বুঝানোর চেষ্টা করেন। এই ঘটনায় উপস্থিত স্বজন ও এলাকাবাসী হতবাক হয়ে পড়েন। অনেকেই কান্না থামিয়ে বিস্ময়ের সাথে দৃশ্যটি প্রত্যক্ষ করেন। পরে তড়িঘড়ি করে ওই ব্যক্তিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অসুস্থতা ও নিঃশ্বাসপ্রশ্বাস দুর্বল হয়ে যাওয়ার কারণে তাকে মৃত ভেবে ফেলা হয়েছিল। তবে দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে