নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক:

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল ভারতীয় দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে ভারতীয় মেয়েরা।

 

রবিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডি.ওয়াই. প্যাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেন হারমানপ্রীত কৌরের দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর এবার ভারত নাম লেখাল বিশ্বচ্যাম্পিয়নদের তালিকায়।

 

প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৮ রান—ওপেনিং জুটি শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা দলের ইনিংসকে মজবুত ভিত দেয়। শেফালি খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, সঙ্গে দীপ্তি শর্মা ৫৮ ও রিচা ঘোষ ৩৪ রান যোগ করেন।

 

জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হলেও ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ধীরে ধীরে ভেঙে পড়ে প্রতিপক্ষের ইনিংস। অধিনায়ক লরা ভলভার্ট লড়াই করেও একা পারেননি দলকে জেতাতে—তিনি করেন ১০১ রান। শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

 

দীপ্তি শর্মা অসাধারণ বোলিং করে তুলে নেন পাঁচ উইকেট। ফাইনালের সেরা নির্বাচিত হন শেফালি বর্মা, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার যায় দীপ্তি শর্মার হাতে।

 

এই জয় ভারতের নারী ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ৪৭ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বয়ে যায়।

এই বিভাগের আরো খবর