চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনে দিনমুজুর পরিবারকে জিম্মি করে ৩০হাজার টাকা চাঁদাদাবী করে ১০হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে নজরুল নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল সরদারসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। গত ২৬ মার্চ দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে। এতেই থেমে যাননি ওই বিএনপি নেতা ও তার দলবলরা। তাদের দাবীকৃত আরো ২০ হাজার টাকার জন্য দিনমুজুর পরিবারের অবরুদ্ধ করে রেখে বাড়ি ছাড়ার হুমকি দেন তারা।
এঘটনায় বৃহস্পতিবার রাতে দিনমুজুর তাজল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা কামরুল সরদারসহ ৫ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী দিনমুজুর তাজল ইসলাম জানান,তার মেয়ে চট্রগ্রামের একটি পোষাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই কারখানায় ফারজানা নামের এক তরুনীর সঙ্গে তার মেয়ের সখ্যতা হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে। তাদের বন্ধুত্ব সম্পর্ককে অটুট রাখতে মেয়ে মিতু তার বন্ধবীকে তার ভাইয়ে জন্য বিবাহের প্রস্তাব দেয়। উভয় পরিবার বিয়ের জন্য সম্মতি দেয়। গত ২৬ মার্চ হবুপুত্রবধুকে নিয়ে তার মেয়ে মিতু বেগম বাড়িতে বেড়াতে আসে। এতেই শুরু হয় বিপত্তি। স্থানীয় নজরুল নগর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল সরদারসহ যুবদলের সদস্য মনির সরদার,রিপন,ইসালাম হাওলাদার, নিজাম হাওলাদার আলামিনসহ কয়েক জনের একটি চক্র তার বাড়িতে হানা দেন। এবং হবু পুত্রবধকে অবৈধ ভাবে বাড়ি রাখার কারন জানতে চান। হবুপুত্রবধুকে বাড়িতে রাখার অপরাধে বিএনপি নেতা কামরুল সরদারসহ ওই চক্র তার কাছে ৩০হাজার টাকা চাঁদাদাবী করেন।তাদেরকে টাকা দিতে অস্বীকার করলে তার আমার ওপর হামলা চালিয়ে মারধর করেন পরে আমি বাধ্য হয়ে তাদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এবং তাদের ভয়ে আতংকিত হয়ে তিনি হবুপুত্রবধুকে প্রতিবেশীর বাড়িতে আশ্রিত রাখেন। তার দুইদিন পরে ওই তরুনীর সঙ্গে তার ছেলে রাকিবের বিবাহ সম্পন্ন হয়। এতেও থেমে যাননি ওই চক্র। তাদের দাবীকৃত বাকী ৫হাজার টাকার জন্য প্রায় সময় হুমকি ধামকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার ফের ওই চক্র তার বাড়িতে হানা দিয়ে তাদের দাবীকৃত ৫ হাজার টাকা দাবী করেন। তিনি ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এদিনের মধ্যে তার পরিবারে সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। অন্যথায় ঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেন। তাদের হুমকিতে তিনি নিরাপত্তাহনীতায় রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।
কামরুল সরদার অভিযোগ অস্বীকার করে জানান, চরফ্যাসনের বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ তাজলকে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়াচ্ছে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।