গাজীপুরে যুবককে বলাৎকার, ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মাইদ হোসেন নামে এক যুবক কে কাজ দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে বলাৎকার করতে গিয়ে হত্যাকান্ডের শিকার হয়েছেন আল-আমিন (৩৫) নামে এক ভ্রাম্যমাণ দোকানদার।

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে জড়িত মাইদ হোসেনকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয় অভিযুক্ত যুবক।

জানা যায়, মাইদ হোসেন নামে ওই যুবককে নিজ কক্ষে রাতে ঘুমাতে বলেন আল আমীন। সুযোগ বুঝে তাকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন মাইদ। পরে পাশের একটি কক্ষে লাশ রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় এ সব তথ্য নিশ্চিত করে জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। ময়মনসিংহের হালুয়াঘাট খলিশাকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাইদ হোসেনকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন। মাইদ হোসেনও পূর্ব চান্দনা এলাকায় বসবাস করত।পিবিআই আরও জানায়, রাতের তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে মাইদকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান মাইদ। ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িত মাইদকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গাজায় গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

এম এইচ শাহীন, গাজীপুর: ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহানগরীর শিববাড়ী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় মিছিলটি শিববাড়ী যাত্রী ছাউনি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা ড. শহিদউজ্জামান, আফজাল হোসেন কায়সার, আহমদ আলী রুশদী, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রায়হান আহমেদ হৃদয়, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জিএস সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, বশির আহমেদ বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন, ইদ্রিস আলী সরকার, তানভীর সিরাজ, মনিরুল ইসলাম মনির, হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, শফিউদ্দিন শফি, ছবদের হাসান, শাহিন আলম, সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, শাহাদাত হোসেন শাহিন, সাজ্জাদুর রহমান মামুন, আতাউর রহমান, তাজউদ্দিন তাজু, রোকনুজ্জামান সরকার উজ্জ্বল, অ্যাডভোকেট মাহবুব আলম মোল্লা প্রমুখ।

বক্তারা ইসরাইলি বাহিনীর নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং থাকব।

এই বিভাগের আরো খবর