হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারীতে “রুপালী ব্যাংক পিএলসি’র” উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় দিকে, উপজেলার গাবেরতল এলাকায় ২ শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন,
রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হক বিপ্লব। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কম্বল হাতে পেয়ে সবাই আনন্দের হাসি প্রকাশ করেন।