মো. এ কে নোমান, নওগাঁ:
নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং নার্সদের উদ্যোগে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক পরিচয়ে কিছু ব্যক্তি একাধিক চিকিৎসককে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এই মানববন্ধন আয়োজিত হয়। চিকিৎসকরা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক দাবী করা কিছু লোক চেম্বারে প্রবেশ করে চিকিৎসা কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ ও হেনস্তা চালিয়ে আসছে। এর ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসক সমাজের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা জানান, যদি এ ধরনের হয়রানি অব্যাহত থাকে, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা.পীযূষ কুমার কুন্ডু, সহকারী হোস্টেল প্রভোস্ট ডা. আবু জার গাফফার, শিশু বিশেষজ্ঞ ডা.ফারহানা ফারুকী তন্দ্রা প্রমুখ।
এছাড়া, মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মারুফ বিল্লাহ, রাকিব এবং শান্তসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং নার্সরা উপস্থিত ছিলেন। চিকিৎসক নেতারা দ্রুত এই হয়রানি বন্ধের দাবি জানিয়ে জানান, না হলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।