চরফ্যাশনে তিন বসত ঘর পুড়ে ছাই 

আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) :

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমলে বসত ঘরে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ দুই লক্ষসহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ঘর মালিক কালু মাতাব্বরের। দুই ছেলের বসতঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৭নং ওয়ার্ডে কালু মাতাব্বর বাড়ীতে রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

কালুু মাতাব্বর জানান, হাস কুকুরে নিয়ে যাচ্ছে এমন খবরে তার স্ত্রী শাহানুর বাড়ীর বাহিরে যায়। তবে রান্না ঘরের চুলায় ভাত রান্না হচ্ছে তার স্ত্রীর খেয়াল ছিলনা। কিছুক্ষন পর কালু মাতাব্বরের বড় ছেলের ঘরের নাতী ঘরে আগুন দেখতে পেয়ে তার দাদীকে খবর দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে তার ছেলে সোহাগ ও নুুরউদ্দিনের বসতঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, তার ঘরে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রান্না করার মতো চাল নেই। আগুনে পুড়ে সব কিছু শেষ। খোলা আকাশে নিচে রাত যাপন করতে হবে। তিন ঘরের লোকজন কিভাবে খাবে ও থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, তিনটি বসতঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কেউ হতাহত হয়নি।

এই বিভাগের আরো খবর