সময়ের চিত্র ডেস্ক :
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের অবস্থান নেবে না—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারকেই স্বীকৃতি দিয়ে একসঙ্গে কাজ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। তাঁর ভাষায়, “আমি এই নির্বাচনকে খুব গুরুত্ব দিচ্ছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।”
তিনি আরও বলেন, মার্কিন সরকারের অবস্থান স্পষ্ট—বাংলাদেশের নির্বাচন ও এর ফলাফল নির্ধারণের অধিকার একান্তই এ দেশের জনগণের। যুক্তরাষ্ট্র কোনোভাবেই নির্বাচনের ফল প্রভাবিত করতে চায় না।
ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্বাচনের দিনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত বলেন, “আমি প্রত্যাশা করি, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং আনন্দঘন পরিবেশে একটি সফল নির্বাচন সম্পন্ন হবে।”
নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে পাওয়া তথ্যগুলো তাকে আশ্বস্ত করেছে। তিনিও অন্যদের মতো ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের অপেক্ষায় রয়েছেন।