নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ওএমএস পণ্য বিক্রির অভিযোগ
স্টাফ রিপোর্টার: সরকার কর্তৃক পরিচালিত রাজধানীর ডি-৫ পয়েন্টে ওএমএস ডিলার মোহাম্মদ মোজাম্মেল হুসাইন খানের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওএমএস পণ্য বিক্রির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরেজমিনে কয়েকজন সাংবাদিক ওই পয়েন্টে গেলে এক ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করে জানান, তিনি আটা কিনতে এসে চার প্যাকেট আটার জন্য সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ৩৫ টাকা দিতে বাধ্য হন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে ডিলারের প্রতিনিধি ওই অতিরিক্ত টাকা গ্রাহককে ফেরত দেন।
নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের কাছে সর্বোচ্চ দুই প্যাকেট আটা বিক্রির কথা থাকলেও তা মানা হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ সময় পয়েন্টে ডিলার মোহাম্মদ মোজাম্মেল হুসাইন খানকে উপস্থিত পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ডিলারের এক প্রতিনিধি বলেন, “আমি শুধু ডিলারের প্রতিনিধি। নিয়ম-কানুন সম্পর্কে তেমন ধারণা নেই। বেশি করে না বিক্রি করলে এত আটা কীভাবে বিক্রি করব?”
এ বিষয়ে তদারককারী শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি পয়েন্টে এসে সাংবাদিকদের বলেন, “ছোটখাটো বিষয়গুলো ক্ষমা করে দিন।”
অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এআরও শামীম আহমেদ বলেন, “আমি এ সংক্রান্ত একটি ভিডিও পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”