দুই যুগ পর গাজীপুরে তারেক রহমান, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা

মো: জাকির হোসেন :

দীর্ঘ প্রায় দুই যুগ পর গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলা ও মহানগর জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরীর ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।

 

দলীয় সূত্রে জানা যায়, এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুরের দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে গাজীপুর মহানগর ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।”

 

তিনি আরও জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি বক্তব্য শোনার সুযোগ পেয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও দলের প্রতি নতুন আস্থা ও আগ্রহ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বিএনপির বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব হান্নান মিয়া হান্নু দৈনিক নাগরিক চিত্র নিউজকে বলেন, “দীর্ঘদিন পর আমাদের নেতা গাজীপুরে আসছেন, এটি আমাদের জন্য গৌরবের বিষয়। জনসভা সফল করতে মহানগর ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।”

 

তিনি আরও বলেন, এই জনসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলে তারা আশাবাদী।

সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুরজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

এই বিভাগের আরো খবর