উৎসবমুখর পরিবেশে 

টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

নিজস্ব প্রতিবেদক:
​উৎসবমুখর পরিবেশে  বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা রোডস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব মেট্রো থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​সিরাজুল ইসলাম সাথী, সাবেক যুগ্ম আহবায়ক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।​ সৈয়দ আখতার হোসেন, নির্বাহী পরিচালক, আলোর মিছিল শিক্ষা পরিবার।
​বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল-হাতেম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক।

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

এই বিভাগের আরো খবর