লালমোহনে বাস–অটোরিকশা সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার শিশুপুত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার দুপুর প্রায় আড়াইটার দিকে লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিল্পী দাস ও তার ছেলে তুষার দাস। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে দুপুর ২টার দিকে গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর