খেলাধুলা ডেস্ক :
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে এবারের আসরে খেলবে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ জানিয়েছিল, তা সমাধানের জন্য সংস্থাটি দীর্ঘ ও বিস্তারিত একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হয়। এ সময় একাধিক ভার্চুয়াল সভা ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিসিবির উত্থাপিত বিষয়গুলো যাচাই করতে অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, পরিচালন পরিকল্পনা এবং টুর্নামেন্ট ঘিরে নেওয়া বাড়তি নিরাপত্তা প্রস্তুতির বিষয়গুলো বিসিবির কাছে তুলে ধরা হয়। এসব বিষয় আইসিসি বিজনেস কর্পোরেশনের (আইবিসি) বোর্ড সভাতেও আলোচিত হয়েছে।
আইসিসির মূল্যায়ন অনুযায়ী, ভারতে বাংলাদেশ দল, সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো নির্দিষ্ট বা প্রমাণযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। এ কারণে নির্ধারিত সূচিতে পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায় যে, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। গত বুধবার আইসিসির বৈঠক শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের আগের অবস্থানেই অনড় থাকবে।
এই সিদ্ধান্তের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড।