অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় তিনজন নিহত

সময়ের চিত্র ডেস্ক :

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে এক বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ছাড়া একই ঘটনায় আহত আরেকজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

হামলাকারীকে আটক করতে সিডনি শহর থেকে প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লেক কারজেলিগো এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ঘটনাটিকে গৃহস্থালি সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে, একজন সশস্ত্র ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে।

উল্লেখ্য, গত মাসে সিডনির বন্ডাই সমুদ্রসৈকত এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যা সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় অন্যতম বড় সহিংস ঘটনার উদাহরণ হিসেবে আলোচিত হয়। এর এক মাসের মধ্যেই নিউ সাউথ ওয়েলসে নতুন করে এই বন্দুক হামলার ঘটনা ঘটল।

নিউ সাউথ ওয়েলস রাজ্য অস্ট্রেলিয়ায় তুলনামূলকভাবে বেশি অস্ত্রের মালিকানার জন্য পরিচিত। দেশটির আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। তবে অস্ত্রের লাইসেন্স পেতে নির্দিষ্ট ‘গান ক্লাব’-এর সদস্য হওয়া বাধ্যতামূলক।

সূত্র : আনাদোলু

এই বিভাগের আরো খবর