বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

রায়হান শরীফ, বোরহান উদ্দিন:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শহিদুল ইসলাম নাচিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিন্টু কমিশনার এবং টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নেছার উদ্দিন বাহার মিয়া।

কর্মীসভার সভাপতিত্ব করেন টবগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন কাজল হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মেম্বার, সাবেক টবগী ইউনিয়ন ছাএদলের নেতা রাফেজ হাওলাদার, টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, টবগী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি পারভেজ হাওলাদার সাধারণ সম্পাদক আওলাদ হাওলাদার সাংগঠনিক মাসুম সেজোয়াল সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফরাজী, টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর টবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ান মীর, সাংগঠনিক সম্পাদক লোকমান (হাজারী) টবগী ইউনিয়ন ছাএদলের সভাপতি আশিকুর রহমান ইকবাল,টবগী ইউনিয়ন ছাএদলের সাধারণ সম্পাদক মঞ্জু মাল টবগী ইউনিয়ন ছাএদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন ফরাজী, টবগী ইউনিয়ন ছাএদলের সহ-সভাপতি সোহেল তানভীর সহ-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার আদায়ে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কর্মীসভা শেষে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর