ভারতের মাটিতে খেলা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে

স্পোর্টস রিপোর্টার:

নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করা হয়।

এ প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল—বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজন করা হোক অথবা দলটিকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তর করা হোক। তবে আইসিসি এই দুই প্রস্তাবই নাকচ করে দেয়। একাধিকবার চিঠি চালাচালি এবং সরাসরি বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল আইসিসির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, জিএম গৌরব সাক্সেনা এবং দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ অংশ নেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকরা সভায় যোগ দেন, যেখানে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিসও ছিলেন।

সভায় ভারতের মাটিতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে সদস্য দেশগুলোর মতামত নেওয়া হয় এবং ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পাকিস্তান ছাড়া আর কোনো দেশই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেনি। পাকিস্তানি গণমাধ্যমের তথ্যমতে, বাংলাদেশকে সমর্থনের বিষয়ে পিসিবিকে পাকিস্তান সরকারের নির্দেশনা ছিল, সেই অনুযায়ী তারা বিসিবির পক্ষে অবস্থান নেয়।

সভা শেষে দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, সাংবাদিক কিংবা সমর্থকদের নিরাপত্তা নিয়ে তারা কোনো আশঙ্কা দেখছে না। একই সঙ্গে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন বিষয় হিসেবে উল্লেখ করা হয়। এসব বিবেচনায় আইসিসির সিদ্ধান্ত—বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে।

আইসিসি আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ দল ভারতে না গেলে ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থানে অন্য একটি দেশ বিশ্বকাপে অংশ নেবে। র‍্যাংকিং অনুযায়ী সেই দেশ হতে পারে আয়ারল্যান্ড।

বাংলাদেশকে ছাড়া হলে আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে আরও এক দিন সময় দিয়েছে আইসিসি। শ্রীলঙ্কায় নয়, ভারতের মাটিতে খেলবে কি না—সে বিষয়ে আজকের মধ্যেই আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।

এই বিভাগের আরো খবর