অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

সময়ের চিত্র ডেস্ক:

ক্রিকেটারদের খেলা বর্জনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

 

বিসিবির এক পরিচালকের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মন্তব্যটির প্রতিবাদে সংশ্লিষ্ট পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে ক্রিকেটাররা খেলা বয়কটের আলটিমেটাম দেন।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার নির্ধারিত খেলা মাঠে গড়ায়নি। পরে নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়।

 

এর আগে বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে তাঁকে তাৎক্ষণিকভাবে ওই পদ থেকে সরানো হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল স্থগিত থাকবে বলে জানিয়েছে বিসিবি।

এই বিভাগের আরো খবর