স্টাফ রিপোর্টার:
আজ ১৫ জানুয়ারি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (DFP) অত্যন্ত আনন্দঘন পরিবেশে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন:
খালেদা বেগম, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।
মো. আবদুল জলিল, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর।
এছাড়াও বিভিন্ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মেলায় অংশ নেন।

মেলায় বিভিন্ন স্টলে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার পসরা সাজানো হয়। উপস্থিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং বাঙালির এই লোকজ সংস্কৃতিকে ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। মেলাটি সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি মিলনমেলায় পরিণত হয়।