জকসু নির্বাচন:

শিবিরসমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়, ২১ পদের ১৬টিতে বিজয়

সময়ের চিত্র ডেস্ক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। কেন্দ্রীয় সংসদের মোট ২১টি পদের মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ ১৬টি পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পেয়েছে পাঁচটি পদ। এ ছাড়া সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হয়েছেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় বুধবার রাত ১টায়। তবে ফল ঘোষণার সময় সদস্য পদে একটি ভুল ঘোষণা করা হয় বলে পরে সংবাদ সম্মেলনে জানান প্রধান নির্বাচন কমিশনার। ভুল সংশোধনের মাধ্যমে সঠিক ফল প্রকাশ করা হয়।
ভিপি পদে শিবিরসমর্থিত মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট, যেখানে ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।
এজিএস পদে শিবিরসমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
শিবিরসমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন ও মানবাধিকার, স্বাস্থ্য ও পরিবহন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ, আন্তর্জাতিক এবং ক্রীড়া সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে জয় এসেছে।
ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার, পরিবহন এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে শিবিরসমর্থিত পাঁচজন, ছাত্রদল সমর্থিত একজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভোট গণনা শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায়। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা গণনা বন্ধ থাকলেও পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে পুনরায় গণনা করে ফল যাচাই করা হয়। বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ধাপে ধাপে সব কেন্দ্রের ফল প্রকাশ করা হয়।
নির্বাচনের ফলাফলে প্রতিক্রিয়া জানিয়ে নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন এই ফলাফল। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
জিএস আব্দুল আলিম আরিফ বলেন, এটি কোনো দলের নয়, বরং পুরো জবিয়ানদের জয়। সবাইকে নিয়ে ক্যাম্পাস উন্নয়নে কাজ করা হবে।
এজিএস মাসুদ রানা শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরো খবর