নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব অর্থ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এ খাতে অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হচ্ছে।
সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ মন্ত্রণালয় বিষয়টি গ্রহণ করেছে এবং অর্থসংক্রান্ত কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে।
তিনি বলেন, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ পরিবহন বা অন্যান্য যেকোনো খরচ প্রয়োজন হলে তা অর্থ মন্ত্রণালয় থেকেই দেওয়া হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি দ্রুততার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, চিকিৎসা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো দ্বিধা বা বিলম্ব করা হয়নি।
এদিকে শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় পৌঁছেছে। ওই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, হাদির উন্নত চিকিৎসার লক্ষ্যে সরকার গত দুই দিনে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত ও পরিবারের সঙ্গে আলোচনার পর সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো হয়। মোটরসাইকেল আরোহীদের ছোড়া গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।