চরফ্যাশনে জুলাই বিপ্লবে নিহত পরিবারের সাথে ইউএনওর ঈদ শুভেচ্ছা বিনিময়

 

চরফ্যাসন প্রতিনিধি:

চরফ্যাসনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারের কাছে ছুটে গেলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। সোমবার ঈদের দিনে পরিবার পরিজনকে সময় দেয়ার পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমরপুর ইউনিয়নের ভূইয়ারহাট এলাকার নিহত তারেক ও চর মাদ্রাজ ইউনিয়নের রাকিব মোল্লার বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুটে যান। তিনি শহীদ তারেক ও রাকিব মোল্লার মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন চরফ্যাসনের এই ২জন সহ মোট ১৭ যুবক।

তাদের মধ্যে ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূইয়ারহাট এলাকার তারেক ও চর মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাকিব মোল্লার পরিবারের সদস্যরা উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে তাদের পরিবারে ঈদের আনন্দ বিষাদে পরিনত হয়ে যায়।

নিহতদের পরিবারের খোঁজ খবর ও তাদের সঙ্গে ঈদে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিয়ম ও উপহার নিয়ে ছুটে গেলেন চরফ্যাসনের নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

 

এসময় তিনি নিহতদের পরিবারে হাতে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন এবং নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক গুলো অসচ্ছল পরিবার মানবেতর জীবন যাপন করছিলেন। তাদের মধ্যে তারেক ও রাকিব মোল্লার পরিবার রয়েছেন। তাই তিনি ঈদের দিনে ওই দুই নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করে তাদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন। যাতে পরিবার গুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

 

 

 

এই বিভাগের আরো খবর