এম,ফোরসি প্রজেক্ট অসাধ্য সাধন করেছেন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

গাইবান্ধা প্রতিনিধি: স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমির এম,ফোরসি প্রজেক্ট অসাধ্য সাধন করেছেন, একেবারে পিছিয়ে পড়া তৃণমূল মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করে এলাকার উন্নয়ন করছেন, মানুষের উন্নয়ন করছেন, দেশের উন্নয়ন করছেন।

গাইবান্ধার ফুলছড়িতে জেলা উদ্যোক্তা ফোরামের আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমির এম,ফোরসি প্রজেক্ট এর সহযোগিতায় দুই দিন ব্যাপী উদ্যোক্তা ফোরাম চর মেলা শুরু হয়েছে। এই মেলার উদ্বোধন কালে এসব কথা বলেন বন্ত্রী।

আজ রবিবার সকালে ফুলছড়ি উপজেলার গজারিয়ায় মেলার উদ্বোধন করেন স্থাণীয় সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। উদ্বোধন শেষে মেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, গাইবান্ধা ৫ আসনের (ফুলছড়ি- সাঘাটা) সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক খলিল আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, জেলা উদ্যোক্তা ফোরামের চেয়ারম্যান হাফিজুল হিলালী বাবুসহ অন্যরা।

মেলায় চরে উৎপাদিত কৃষি পন্য, হস্ত শিল্প, কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্য ৩০ টি স্টলে প্রদর্শিত হয়েছে। মেলা উদ্বোধনের পূর্বে মন্ত্রী প্রতিকটি দল ঘুরে ঘুরে দেখেন।

এই বিভাগের আরো খবর