
বিদেশ ডেস্ক: বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বারে ৪ জন নিহত হয়েছে। ৭ জন আহত হয়েছে ।
বুধবার স্থানীয় সন্ধ্যা ৭ টায় ট্রাবুকো ক্যানিয়নের সান্তিয়াগো ক্যানিয়ন রোডের বাইকার বার এন্ড গ্রিল কুক কর্নারে এ ঘটনা ঘটে। খবর এবিসি নিউজ ।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান।
পুলিশ বলছে, বন্দুক হামলার পর তাদের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
এদিকে ঘটনাস্থলের এক ভিডিওতে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধ সাত জনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।