চিনের রেকর্ড ভাঙা বৃষ্টি, ৭৮ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক: চিনের রাজধানী বেজিংসহ চীনের উত্তরাঞ্চলে রেকর্ড ভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত দুই সপ্তাহে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। শুক্রবার দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসির। আগামী কয়েক দিনের মধ্যে একটি ঘূর্ণিঝড় এগিয়ে আসার আভাস পেয়েছে আবহাওয়া দপ্তর। ফলে সামনের কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে রাজধানী বেজিং ও তার সংলগ্ন হেবেই প্রদেশ ও আশপাশের এলাকাগুলোতে। গত দুই সপ্তাহের প্রবল বর্ষণে রাজধানী বেজিংয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে চীনের সরকারি সংবাদামাধ্যম সিনহুয়া।

 

শুক্রবার এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, গত ২৫ জুলাই থেকে এ পর্যন্ত প্রবল বর্ষণ ও বন্যায় বেজিংয়ের বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। এই তালিকায় বেজিংয়ের পরেই রয়েছে হেবেই। রাজধানীর সংলগ্ন এই প্রদেশটি থেকে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া চীনের উত্তরাঞ্চলীয় অপর প্রদেশ ঝিলিনে ১৪ জন এবং তার পার্শ্ববর্তী লিয়াওনিং প্রদেশে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। বেজিং-হেবেইয়ের বিভিন্ন এলাকায় মৃতদেহের সন্ধানে এখনো টহল দিয়ে বেড়াচ্ছেন উদ্ধারকর্মীরা।

এই বিভাগের আরো খবর