সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়কের পাশ থেকে সালাম শাহ্ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
মৃত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ ভেঙ্গু শাহ্ এর ছেলে মোঃ আব্দুস সালাম শাহ্।
আজ শুক্রবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকার পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি কীটনাশকের প্যাকেট পড়ে ছিল।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি পরিকল্পিত হত্যা নাকি আত্নহত্যা।