ঢাবিতে হামলার হামলার শিকার হয়ে হাসপাতালে নুর 

ঢাবি প্রতিনিধি।।

ঢাবিতে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের মিছিলে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে বাধা দেন বলে অভিযোগ করেন গণ অধিকারের নেতারা। এতে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।

গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মো. আবু হানিফ বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচিকে বাস্তবায়ন করতে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে অনেকই আহত হন। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

তবে হামলাকারীরা কেউ ছাত্রলীগের নয় বলে জানিয়েছেনে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সৈকত বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের সন্ত্রাসের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ মানববন্ধন করছিল। সেখানে বহিরাগতরা মিছিল নিয়ে নিয়ে এসে কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি। কারা হামলা করছে জানি না, হামলাকারীরা কেউ ছাত্রলীগের নয়।

এই বিভাগের আরো খবর