হিরো আলমকে মারধর, আটক ২

সময়ের চিত্র ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের শিকার হয়েছেন। এঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ।

 

পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, হিরো আলমকে মারধরের ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও সানোয়ার গাজী।

 

এর আগে এর আগে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে হিরো আলমের অফিস সহায়ক মো. সবুজ বলেন, আমরা বিদ্যানিকেতন ভোটকেন্দ্রের প্রবেশের সময় স্লোগান দিয়ে সরাসরি আক্রমণ করা হয়েছে। তারা সবাই মিলে কোনো কথা বলা ছাড়াই আক্রমণ করেছে। রাস্তায় টেনে ধরে ধরে মারা হয়েছে হিরো আলমকে।

 

উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ হয়।

 

ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবং তারিকুল ইসলাম।

এই বিভাগের আরো খবর