বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিবজার নব নির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিবজা) নবনির্বাচিত নেতারা।
সোমবার বিকাল ৪টায় পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরার নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পিবজার সভাপতি অ্যাড. রুহী শামসাদ আরা বলেন, গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পিবজার দ্বিবার্ষিক নির্বাচনে পিবজার সদস্যের স্বতঃস্ফূর্ত ভোটে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। পিবজার সদস্যরা যেমন আমাদের বিজয়ী করে সম্মানিত করেছেন, আমরাও তাদের পাশে থাকব সব সময়। এখন আমাদের দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়নে উদ্যোগ নেব। এজন্য সবার আন্তরিক সহযোগিতা চাই। পিবজাকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এ সময় বিপুল ভোটে বিজয়ী করায় পিবজার সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিবজার সহসভাপতি প্রিন্সিপাল এম এ মোনায়েম, মোহাম্মদ মাহবুবুর, সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দানিয়েল মোহাম্মদ আওরঙ্গজেব, অর্থ বিষয়ক সম্পাদক তসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান, নির্বাহী সদস্য এ আর এম মামুন ও মীর মো. কবির হোসেন প্রমুখ।
এই বিভাগের আরো খবর