
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন থানা পুলিশের পৃথক অভিযানে বুধবার রাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তছলিম ও মোশারফ হোসেন মিশু নামের দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, ২৬ এপ্রিল বুধবার রাতে পুলিশ সুপারের দিক-নির্দেশনায় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে চরফ্যাসন থানার ০২টি চৌকস টিম পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে পৌরসভা ০৭নং ওয়ার্ডস্থ আবুল কাশেম হাওলাদার বাড়ীর জনৈক তছলিম এর বসতঘরের তল্লাশী করিয়া বসতঘরের চৌকির নিচ হইতে প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৭০০ (সাত শত) গ্রাম গাঁজাসহ আসামী তছলিমকে গ্রেফতার করা হয় এবং অপর একটি টিম পৌরসভা ০৮নং ওয়ার্ডস্থ সামছল হক মেম্বার বাড়ী সংলগ্ন জনৈক মোশারফ হোসেন মিশু এর বসতঘরের সামনে আসামী মোশারফ হোসেন মিশু তাহার পরিহিত কালো রংয়ের জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) পিচ গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোশারফ হোসেন এর হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করিয়া প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিন শত পঞ্চাশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করেন।
উক্ত ঘটনায় চরফ্যাসন থানায় পুলিশ বাদী হইয়া পৃথক পৃথক ০২টি মামলা দায়ের করেন।
চরফ্যাসন থানার মামলা নং-০৫, তারিখ- ২৭/০৪/২০২৩ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক)/১৯(ক) এবং অপরটি চরফ্যাসন থানার মামলা নং-০৬, তারিখ- ২৭/০৪/২০২৩ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১৯(ক)।