আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সুদের টাকা পরিশোধের চাপ সইতে না পেরে রওশনারা বেগম (৫৫) নামের এক গৃহবধুর বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছেন।
ঘটনাটি ঘটেছে, বুধবার (০৫ নভেম্বর) উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকায়। রওশনারা ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী। বর্তমানে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়, দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার আজগার আলীর ছেলে সাইফুর রহমানের কাছ থেকে রওশনারা বেগম তিন মাস আগে ১৭ হাজার টাকা ধার নেন। অভাবের কারণে টাকা পরিশোধ করতে ব্যর্থ হন রওশনারা।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মেহেরুল ইসলাম জানান, রওশনারা বেগম নামে ওই নারীর শরীর থেকে পয়জন জাতীয় পদার্থ বের করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে।