আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তে বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জব্দকৃত মাদকদ্রব্যের সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি বিজিবি কর্তৃপক্ষ।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এর আগে মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ও কন্যামতি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, “দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পণ্য পাচার সংঘটিত না হয়।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্ত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার সঙ্গে সংযুক্ত, যা দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত।