চরফ্যাশনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই
ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও ,জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান
চরফ্যাশন প্রতিনিধি ।।
চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পাশাপাশি দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা নির্বাহী
রাসনা শারমিন মিথি ও ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আর্থিক অনুদান দিয়েছেন ।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় । ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নিন্দিষ্ট করে বলতে পারেননি।
পুড়ে যাওয়া ঘরের মালিক আবদুল মান্নান এর মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী মিসু বেগম বলেন, আমার বাবা মা ভাই বোন সহ গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বাড়ির মধ্যে ডাক চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন ছড়িয়ে যাচ্ছে। ঘরের বাহিরে কোনমতে বের হয়ে আসলাম, আরেকটু দেরি হলে আমরাও হয়তো পুড়ে ছাই হয়ে যেতাম। ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি।
পার্শ্ববর্তী পুড়ে যাওয়া আরেক ঘরের মালিক বয়োবৃদ্ধ মোস্তফা বেপারী বলেন, গভীর রাতে ঘুমিয়ে ছিলাম ঘরের বাহিরে ডাক চিৎকার শুনে উঠে দেখি, চার পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে ও বিকট শব্দ হচ্ছে। কোনভাবে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছি। চোখের সামনে মালামালসহ পুড়ো ঘর পুড়ে ছাই হয়ে যায়। শরীরে পরিধেয় একটি গেঞ্জি ও লুঙ্গি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।
এদিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে পুড়ে যাওয়া বসত ঘর দুটির মালিক মোস্তফা বেপারী ও আবদুল মান্নান বেপারীর হাতে তিনি পৃথক পৃথক ভাবে আর্থিক অনুদান তুলে দেন ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ। এ সময় জামায়াত নেতা অগ্নিকাঊ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের শান্তনা দেন ও ধৈর্য্য ধারণ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।