মেহেরপুরে প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নাম ঘোষণা করেন। দলীয় মনোনয়নে নাম ঘোষনার পর রাত সাড়ে ৮টার দিকে রাজপথে নেমে আসে মিল্টনপন্থী নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীরা বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছে জাভেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন। সমর্থকরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।