ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। রোববার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলার হায়দরাবাদ-বিজাপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি যাত্রীবাহী বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি ভিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় দুই যানবাহন। সংঘর্ষের পর ট্রাকের পাথর ও কঙ্কর বাসের ভেতরে ঢুকে পড়ে, এতে বহু যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

নিহতদের মধ্যে এক শিশু, ১০ জন নারী ও উভয় চালক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসের ভেতর ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়। অনেক যাত্রী কঙ্করের নিচে চাপা পড়ে চিৎকার করছিলেন। উদ্ধারকর্মীরা বাসের অংশ কেটে আহত ও মৃতদেহ বের করেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন চালকের আসনের পেছনের ছয় সারির যাত্রীরা।

 

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকর দুর্ঘটনার কারণ তদন্ত ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 

অন্যদিকে, বিরোধী নেতা কে টি রামা রাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরো খবর