আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৫০ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি খোলম এলাকায় প্রায় ২৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।
অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ হিসেবে উল্লেখ করেছে। রাজধানী কাবুলসহ আশপাশের এলাকাতেও প্রবল কম্পন অনুভূত হয়।
গত কয়েক মাসে আফগানিস্তান একের পর এক ভূমিকম্পের কবলে পড়েছে। এর আগে ২৪ অক্টোবর দেশটিতে ৩ দশমিক ৭ মাত্রার একটি হালকা ভূমিকম্প আঘাত হানলেও তাতে কোনো প্রাণহানি হয়নি। একইভাবে ১৭ অক্টোবরের ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পও বড় ক্ষয়ক্ষতি ছাড়াই কেটে যায়।
এর আগের ৩১ আগস্টের ৬.০ মাত্রার ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। সেই ঘটনায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং আহত হন প্রায় তিন হাজারেরও বেশি মানুষ।