আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খাড়ুয়ারপাড়, সবুজপাড়া এলাকায় দুধকুমার নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। নদীভাঙনে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছে, অনেকের পেটে একমুঠো ভাতও পড়ছে না। চরাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের জন্য একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের আহ্বান জানানো হয়েছে।
রোববার (০২ নভেম্বর) চর উন্নয়ন কমিটি, ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি মোঃ আব্দুল জলিল। বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু ও অন্যান্যরা।
খারাপ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রায় পাঁচ শতাধিক নদীভাঙনকবলিত মানুষ সমাবেশে অংশ নেন।
চরবাসীরা জানান, ঘরবাড়ি বারবার নদীভাঙনে হারিয়েছে। অনেকের স্বামী নেই বা প্রতিবন্ধী, কাজ নেই, খাবারের অভাব রয়েছে।
অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। সরকারি পুনর্বাসন সুবিধা এখনও পৌঁছায়নি, নদীভাঙা মানুষের সঠিক তথ্যও নেই। গত দশ বছরে প্রায় এক লাখ মানুষ ঠিকানা বদল করতে বাধ্য হয়েছে, যার ফলে সামাজিক বন্ধন ও পরিবার বিচ্ছিন্ন হচ্ছে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মতো চরাঞ্চলের জীবনমান উন্নয়নের জন্য এখনই একটি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের সময় এসেছে, না হলে কুড়িগ্রাম আবারও দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।