সময়ের চিত্র ডেস্ক:
খুলনা মহানগরের আড়ংঘাটা কুয়েট আইটি গেট সংলগ্ন বিএনপির কার্যালয়ে রোববার (২ নভেম্বর) রাত ৯টার সময়ে বোমা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এসময় ইমদাদুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাংলাদেশ ইউসেপ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল ইসলাম ও বিএনপির নেতা মামুন শেখসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সেখানে বসা ছিল।
হঠাৎ করে দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমদাদুল ইসলাম ও মামুন শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমদাদুলকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমদাদুল ইসলাম তেলিগাতি গ্রামের মোজাহার আলীর ছেলে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।