অক্টোবরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু , আক্রান্ত ২২ হাজার

সময়ের চিত্র ডেস্ক:

চলতি বছরের অক্টোবর মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, শুধুমাত্র অক্টোবর মাসেই ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে এবং ২২ হাজার ৫২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন — যা এ বছরের যে কোনো মাসের তুলনায় সর্বোচ্চ।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা ও সচেতনতা সময়মতো না নেওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

 

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

 

পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর চিত্র নিম্নরূপ—

 

জানুয়ারিতে মৃত্যু ১০, আক্রান্ত ১,১৬১ জন

 

ফেব্রুয়ারিতে মৃত্যু ৩, আক্রান্ত ৩৭৪ জন

 

মার্চে মৃত্যু ০, আক্রান্ত ৩৩৬ জন

 

এপ্রিলে মৃত্যু ৭, আক্রান্ত ৭০১ জন

 

মে মাসে মৃত্যু ৩, আক্রান্ত ১,৭৭৩ জন

 

জুনে মৃত্যু ১৯, আক্রান্ত ৫,৯৫১ জন

 

জুলাইতে মৃত্যু ৪১, আক্রান্ত ১০,৬৮৪ জন

 

আগস্টে মৃত্যু ৩৯, আক্রান্ত ১০,৪৯৬ জন

 

সেপ্টেম্বরে মৃত্যু ৭৬, আক্রান্ত ১৫,৮৬৬ জন

 

অক্টোবরে মৃত্যু ৮০, আক্রান্ত ২২, ৫২০ জন।

 

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬৯ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ হাজার ৮০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

 

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান মনে করেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা দিচ্ছে, বিশেষ করে বৃষ্টি শুরুর সময় এর প্রকোপ বেড়ে যায়। তাঁর পরামর্শ, “মশা দমন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো ও নিয়মিত প্রচার চালানো জরুরি।”

 

অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “শুধু জরিমানা বা প্রচার নয়, সঠিক জরিপ পরিচালনা করে প্রশিক্ষিত জনবল দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

 

উল্লেখ্য, গত বছর (২০২৩) দেশে ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে — যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এই বিভাগের আরো খবর