মেহেরপুর প্রতিনিধি:
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট প্রার্থনার আহ্বান জানিয়ে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সিনিয়র নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দৃঢ়ভাবে মাঠে রয়েছে।
কর্মসূচির মাধ্যমে দলীয় নেতারা আগাম জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।